ঢাকা পর্বের পরপরই বোনের বিয়ের জন্য দেশে ফিরে গিয়েছিলেন ঢাকা প্লাটুনের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ১৪ ডিসেম্বর ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলেই ফিরে গিয়েছিলেন তিনি।
যদিও খবরটা জানা গেছে এর কয়েকদিন পর। তখনই জানা গিয়েছিল, এমনি কোনো উদ্দেশ্যে তিনি দেশে ফিরে যাননি। গেছেন, পারিবারিক প্রয়োজনে এবং আবারো ফিরে আসবেন।
বোনের বিয়ের সমুদয় কাজ শেষ করে ২২ ডিসেম্বর ফিরে আসবেন তিনি। ঢাকার কোচ মোহাম্মদ সালাউদ্দীনকে উদ্ধৃত করে সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ‘সব কিছু ঠিক থাকলে বোনের বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে আবার ২২ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন ওয়াহাব রিয়াজ।’
আজ সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে ঢাকা কোচ সালাউদ্দীন জানালেন, ‘হ্যাঁ, ওয়াহাব রিয়াজ আজই ফিরে এসেছেন। এবং সবকিছু ঠিক থাকলে আজ সিলেট থান্ডার্সের বিপক্ষে খেলবেন।’