আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ভারতের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ক্রিকেট বিশ্লেষরা বলছেন, ভারতীয় এ অধিনায়ক সেঞ্চুরির সেঞ্চুরি করা কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন।
বিশ্লেষকরা আরও বলছেন ধারাবাহিক রান করে যাওয়া পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম যথাযথ সুযোগ পেলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবেন। তবে কোহলির সঙ্গে তুলনায় যেতে না চাওয়া বাবর আজম কিন্তু বসে নেই।
বিরাট কোহলি ও ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন বাবর আজম। ২০১৯ সালে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে রান সংগ্রহে শীর্ষ তিনে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও বাবর আজম।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি চলতি বছরে সর্বোচ্চ ২ হাজার ৪৫৫ রান সংগ্রহ করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৪৪২ রান সংগ্রহ করেন ভারত সেরা ওপেনার রোহিত শর্মা।
অন্যদিকে পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম সংগ্রহ করেছেন ২ হাজার ৮২ রান।
তবে এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সর্বোচ্চ ২ হাজার ৮৬৮ রান করেছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তিনি ২০১৪ সালে এই রেকর্ড গড়েন। ২০০৫ সালে এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৮৩৩ রান করেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। ২০১৭ সালে ২ হাজার ৮১৮ রান করেছেন বিরাট কোহলি।