নান্দনিক পারফরম্যান্সে খ্যাতি কুঁড়িয়েছেন বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। এ অলরাউন্ডার ‘প্রফেসর’ হিসেবেই বেশ জনপ্রিয়। ‘প্রফেসর’ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠার রহস্য নিজেই উন্মোচন করলেন হাফিজ।
সম্প্রতি গলফ টাইমসইকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের হয়ে ৩৬২ ম্যাচ খেলা মোহাম্মদ হাফিজ বলেন, একদিন রমিজ রাজা (পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার) খেলা চলা অবস্থায় ধারাভাষ্যে আমাকে প্রফেসর বলে সম্বোধন করেন। তারপর থেকে সমর্থকেরা আমাকে এই নামে ডাকা শুরু করেন।
পাকিস্তানের হয়ে ২১টি সেঞ্চুরিতে ১২ হাজার ১৭৪ রান করা হাফিজ আরও বলেন, সর্বপ্রথম আমাকে প্রফেসর নামে ডেকেছেন আমার একজন এজেন্ট। যার মাধ্যমে আমি যুক্তরাজ্যে খেলার সুযোগ পেয়েছিলাম। আমাকে প্রফেসর বলার কারণ হল, আমি তাকে অনেক প্রশ্ন করেছিলাম। অনেক কিছু জানতে চেয়েছিলাম।
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫২ ম্যাচে ২৪৬ উইকেট শিকার করা হাফিজ আরও বলেন, আমি ক্রিকেটটা ভালো বুঝি। হয়ত ক্রিকেট সম্পর্কিত জ্ঞানের কারণে তারা আমাকে প্রফেসর নামে ডাকে। প্রকৃতপক্ষে খেলা হিসেবে ক্রিকেটের প্রতি আমার অনেক সম্মান রয়েছে। আমি আমার নিয়মানুবর্তিতা খুবই কঠোরভাবে মেনে চলি।