Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএল শুরুর সম্ভাব্য দিন শুনে মাথায় হাত ফ্র্যাঞ্চাইজিগুলোর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview


আসন্ন আইপিএল শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে কর্তৃপক্ষ। ২৮ মার্চ পর্দা উঠতে পারে ১৩তম সংস্করণের। উদ্বোধনীর দিনক্ষণ শুনে মাথায় হাত আট ফ্র্যাঞ্চাইজির! কিন্তু কেন?

 

২৮ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হলে একাধিক বিদেশি ক্রিকেটার পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো! এ সময় দুটি আন্তর্জাতিক সিরিজ চলবে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং অ্যাওয়ে সিরিজে টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। কিউইদের বিপক্ষে অজিদের তিন ম্যাচ ওডিআই সিরিজ শুরু হবে ১৩ মার্চ থেকে।

এর পর ২৪ মার্চ থেকে দুদলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। চলবে ২৯ মার্চ পর্যন্ত। সে ক্ষেত্রে ২৮ মার্চ আইপিএল শুরু হলে প্রথম দিকের ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সেবা পাবে না দলগুলো।

অন্যদিকে ১৯ মার্চ থেকে গড়াবে ইংল্যান্ড-শ্রীলংকা টেস্ট সিরিজ শুরু। সিরিজ শেষ হবে ৩১ মার্চ। সে ক্ষেত্রে ২৮ মার্চ আইপিএল শুরু হলে ফ্র্যাঞ্চাইজিগুলো দুই দেশের ক্রিকেটারদের পেতে সমস্যায় পড়বে। সেই কারণে ১ এপ্রিল থেকে লিগ শুরুর পক্ষে ফ্র্যাঞ্চাইজি মালিক-কর্তারা।

Bootstrap Image Preview