Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দশকের সেরা স্পিনার সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:২১ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:২১ PM

bdmorning Image Preview


গত দশ বছরে ওয়ানডে ক্রিকেটে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার পেছনে ফেলেছেন ইমরান তাহির, রবীন্দ্র জাদেজাদের মতো স্পিনারদের।

বাঁহাতি স্পিনার সাকিব ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ১৩১টি ওয়ানডে খেলেন। এই সময়ে ৩০.১৫ গড়ে ১৭৭টি উইকেট নেন তিনি। সেরা বোলিং ফিগার ২৯ রান খরচায় পাঁচ উইকেট।

একই সময়ে দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির নেন ১৭৩টি উইকেট। তিনি খেলেন ১০৭ ম্যাচ। সেরা বোলিং ফিগার ৪৫ রান খরচায় সাত উইকেট।

তালিকার তিন নম্বরে আছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ৩১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ১৪৫ ম্যাচে নেন ১৭১টি উইকেট। সেরা বোলিং ফিগার ৩৬ রান খরচায় পাঁচ উইকেট।

চার নম্বরে আছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। ২০১৫ সালে শেষ ওয়ানডে খেলা আজমল ৯১ ম্যাচে নেন ১৫৭টি উইকেট।

গত দশ বছরের সেরা পাঁচ স্পিনারের তালিকায় শেষ স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের ডানহাতি স্পিনার ১১১টি ম্যাচে ১৫০ উইকেট নেন।

Bootstrap Image Preview