Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রিচার্ডসদের পেছনে ফেলেছেন হোপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview


ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন শাই হোপ। ওয়ানডে ক্যারিয়ারের ৬৭তম ইনিংস দিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২২ ডিসেম্বর ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ৫০ বলে ৪২ রানের ইনিংস খেলেন হোপ। এই ইনিংস খেলার পথে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম এবং স্বদেশি কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকে পেছনে ফেলেছেন হোপ।

সবচেয়ে দ্রুততম দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলার রেকর্ডটি অবশ্য ভাঙতে পারেননি হোপ। আমলা তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাত্র ৫৭ ইনিংসে।  
তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ৬৮ ইনিংস লেগেছে বাবরের। রিচার্ডসের লেগেছে ৬৯ ইনিংস।

সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতকে ৩১৬ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

Bootstrap Image Preview