সময়টা ভালো যাচ্ছে না মোস্তাফিজুর রহমানের। চেনারূপে ফেরার আভাস দিয়ে খেই হারাচ্ছেন হরহামেশাই। বলে ধার হারিয়েছেন বলে সমালোচনা নিত্য! এলোমেলো সময়ের আবর্তে থাকা টাইগার বাঁহাতি পেসার তারপরও জায়গা করে নিয়েছেন শেষ হতে চলা বছরে ওয়ানডেতে উইকেট সংগ্রাহকের শীর্ষ পাঁচে।
মোস্তাফিজ ২০১৯ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চারে আছেন। এবছর বাংলাদেশের আর কোনো একদিনের ম্যাচ নেই। ফিজ বছরজুড়ে খেলেছেন ১৬টি ম্যাচ। নিয়েছেন ৩৪ উইকেট। বল করেছেন ১৪১.১ ওভার, গড় ২৮.১৪ এবং ইকোনমি একেবারে মন্দ নয়- ৬.৭৭! ম্যাচে ৫ উইকেট নিয়েছেন দুইবার। সেরা ফিগার ৫৯ রানে ৫ উইকেট।
ওয়ানডেতে এবছরের সর্বোচ্চ সংগ্রাহক মোহাম্মদ সামি। ভারতের পেসার ২১ ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ২০ ম্যাচে ৩৮ উইকেটে দুইয়ে। টেবিলের তিনে তার স্বদেশী পেসার লোকি ফার্গুসন, ১৭ ম্যাচে ৩৫ উইকেট শিকার। চারে মোস্তাফিজের পর সেরা পাঁচের অপরজনও পেসার। ভারতের ভুবনেশ্বর কুমার ১৯ ম্যাচে ৩৩ উইকেট জামিয়ে।
সেরা দশের বাকি পাঁচজন যথাক্রমে- ভারতের কুলদ্বীপ যাদব ২৩ ম্যাচে ৩২ উইকেট, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ১৬ ম্যাচে ৩১ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল ২৪ ম্যাচে ৩১ উইকেট, ভারতের যুজবেন্দ্র চাহাল ১৬ ম্যাচে ২৯ উইকেট, বিশ্বজয়ী ইংল্যান্ডের ক্রিস ওকস ১৯ ম্যাচে ২৯ উইকেট।
বছরের সেরা পঞ্চাশে বাংলাদেশের আছেন আর মাত্র একজন। ৩২ নম্বরে পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে।