Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমরা নির্লজ্জ জাতি, তাই রাস্তায় ময়লা ফেলি: মেয়র আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যে মাটিতে মুক্তিযুদ্ধের শহীদরা ঘুমিয়ে আছেন আমরা সেই মাটিতে ময়লা ফেলি। নির্লজ্জ জাতি বলেই তা সম্ভব। তিনি বলেন, অনেকেই ইচ্ছে করে বিলাসবহুল গাড়ি থেকে ময়লা ফেলেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক প্রদর্শনীর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি প্লাস্টিক বোতল ডিকম্পজ হতে ৪৫০ বছর সময় লাগে। এখন পৃথিবীতে প্রায় নয় দশমিক ছয় বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আছে। ২০৩০ সাল নাগাদ সাগরে মাছের থেকে প্লাস্টিক বর্জ্য বেশি হবে।

তিনি আরও বলেন, ঢাকা শহরে প্রতিদিন সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপন্ন হয়, যা ২০২১ সালে পাঁচ হাজার টনে উন্নীত হবে। এখনই সচেতন হওয়ার সময়।

দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রায় ৩০ লাখ প্লাস্টিক বোতলের এক ভিন্ন রকম প্রদর্শনী আয়োজন করে ‘বিডি ক্লিন’।

বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইসহ আরও অনেকে।

 

Bootstrap Image Preview