ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা কঠিন বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দারা। মার্কিন ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
ইয়াহুর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) গত সপ্তাহে ইরানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে ইরানের সামরিক সক্ষমতার বিস্তারিত তুলে ধরা হয়।
ডিআইএ বলছে, ইরান এরই মধ্যে তাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা দেখিয়েছে। সৌদি আরবে হামলার মাধ্যমে এই ক্ষমতা দেখায় তারা। শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরিতে গত কয়েক বছর ধরে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে তেহরান।
ইরান ব্যতিক্রমধর্মী সব ক্ষেপণাস্ত্র তৈরির ফলে প্রতিপক্ষের জন্য এটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কেননা, ক্ষেপণাস্ত্র শনাক্তের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হচ্ছে প্রতিপক্ষের। তারপরও এগুলো দিয়ে নিরাপদ থাকা যাবে কি না, সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, ইরানের একধরনের ক্ষেপণাস্ত্র খুব নিচ দিয়ে আঘাত হানতে সক্ষম। এ ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা খুবই কঠিন। ফলে হুমকির মুখে রয়েছে যুক্তরাষ্ট্রসহ ইরানের প্রতিপক্ষরা। ব্যতিক্রমধর্মী ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেও নিরাপদ হতে পারছে না কেউ।