Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সফরের আগেই বোলিং কোচ নিয়োগের চেষ্টা করছি: আকরাম খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৮ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে বাংলাদেশের চাকরি থেকে পদত্যাগ করেছেন চার্লস ল্যাঙ্গাভেল্ট। দেশের ডাকে সাড়া দিয়ে ল্যাঙ্গাভেল্ট ঢাকা ত্যাগ করায় পেস বোলিং কোচ শূন্য হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।তবে জানুয়ারিতে পাকিস্তান সফরের আগেই নতুন বোলিং কোচ নিয়োগ দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সোমবার সংবাদমাধ্যমকে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, পেস বোলিং কোচ নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকা আমরা করেছি। তালিকায় যারা রয়েছেন তারা কেউই খারাপ নন। তাদের সুনাম ও অভিজ্ঞতা রয়েছে। তালিকায় আরও দু-একজন যোগ হবেন। এ সপ্তাহের মধ্যেই আমরা কাজ শুরু করার চেষ্টা করব। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে মাসখানেক সময় আছে। আশা করছি আমরা ১০-১৫ দিনের মধ্যে কোচ চূড়ান্ত করতে পারব।

বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশকে ছেড়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার ল্যাঙ্গাভেল্টকে নিয়োগ দেয় বিসিবি। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বোর্ডের ক্রিকেট পরিচালক হওয়ার পর সতীর্থ সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচারকে কোচ হিসেবে নিয়োগ দেন।

এরপর ল্যাঙ্গাভেল্টকে চেয়ে বিসিবির কাছে চিঠি দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখে বিসিবি ল্যাঙ্গাভেল্টকে ছাড়তে রাজি হয়।

প্রসঙ্গত, আগামী বছরের জানুয়ারিতে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

Bootstrap Image Preview