বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যে ম্যাচ। ম্যাচ চলাকালীনই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় কোনও ফলাফল ছাড়াই নিষ্পত্তি হল ম্যাচের। আর ম্যাচ শেষে দাবানলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লেন অজি ফাস্ট বলার তথা অ্যাডিলেড স্ট্রাইকার্স পেসার পিটার সিডল।
উল্লেখ্য, দাবানলের আগুনে পুড়ছে অস্ট্রেলিয়ার পশ্চিমাংশ। এমন সময় বাতাসের দূষণ সূচক এবং ধোঁয়ার মাত্রাতিরিক্ত উপস্থিতির কারণে রবিবার ম্যাচ আয়োজনের ব্যাপারে ছিল সতর্কবার্তা। কিন্তু সতর্কতা উপেক্ষা করেই এদিন শুরু হয় ম্যাচ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ফলাফল থেকে মাত্র চার বল দূরে দাঁড়িয়ে পরিত্যক্ত হয় ম্যাচ। ১৬২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে সিডনি থান্ডারের রান তখন ৪.২ ওভারে ১ উইকেটে ৪০।
নিরুপায় হয়ে ম্যাচ শেষ করতে হলেও ম্যাচ শেষে দাবানলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সিডল। দু’ওভার বল করা অ্যাডিলেড পেসারকে ম্যাচ শেষে দ্বারস্থ হতে হয় চিকিৎসকের। পরে সুস্থ হয়ে সিডল জানান, ‘এখন অনেকটাই সুস্থ। ম্যাচটা শেষ না হওয়ায় খারাপ লাগছে। কিন্তু ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টা সবার আগে মাথায় রাখা উচিৎ।’ অ্যাডিলেড দলনায়ক জানান, মাঠের অবস্থা মোটেই নিরাপদ ছিল না।