জানুয়ারিতে পাকিস্তান সফরের আগেই নতুন বোলিং কোচ নিয়োগ দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, পেস বোলিং কোচ নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকা আমরা করেছি। তালিকায় যারা রয়েছেন তারা কেউই খারাপ নন। তাদের সুনাম ও অভিজ্ঞতা রয়েছে। তালিকায় আরও দু-একজন যোগ হবেন। এ সপ্তাহের মধ্যেই আমরা কাজ শুরু করার চেষ্টা করব। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে মাসখানেক সময় আছে। আশা করছি আমরা ১০-১৫ দিনের মধ্যে কোচ চূড়ান্ত করতে পারব।
এর আগে টাইগারদের বোলিং কোচ ল্যাঙ্গাভেল্টকে চেয়ে বিসিবির কাছে চিঠি দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখে বিসিবি ল্যাঙ্গাভেল্টকে ছাড়তে রাজি হয়।