Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন মিসবাহ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩২ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩৩ AM

bdmorning Image Preview


আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশের ক্রিকেটাররা  নির্ধারিত পাকিস্তান সফরে না গেলে তা খুবই হতাশার হবে বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধান কোচ ও সাবেক ক্রিকেটার মিসবাহ-উল-হক। । 

এই প্রসঙ্গে পাক এই সাবেক অধিনায়ক বলেছেন, আমি বাংলাদেশের আপত্তির জায়গাটা বুঝতে পারছি না। আমি তাদের টি২০ ম্যাচ খেলতে রাজি হওয়া এবং টেস্ট খেলতে আপত্তি জানানোর পেছনে কোনো যুক্তি দেখি না। এতে পাকিস্তানের প্রতি অন্যায় করা হবে।

তিনি আরও  বলেছেন, আমি মনে করি তারা (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সফরে না আসতে দুর্বল অজুহাত তৈরি করছে। যদি তারা না আসে তাহলে খুব বড় অবিচার করা হবে পাকিস্তানের প্রতি। যখন দলগুলো পাকিস্তানে আসতে শুরু করেছে এবং কোনো সমস্যা ছাড়াই খেলছে, তখন বাংলাদেশ দুর্বল অজুহাত তৈরি করছে টেস্টে আমাদের এড়িয়ে যাওয়ার জন্য।  

Bootstrap Image Preview