সাংবাদিক জামাল খাশোগি হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন সৌদি আরবের আদালত। এ ছাড়া আরও তিনজনকে ২৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি আইনজীবী শালান আল শালান। যদিও কাদের মৃত্যুদণ্ড বা কাদের কারাদণ্ড হয়েছে, তা নিয়ে মুখ খোলেনি সৌদি প্রশাসন।
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক জামাল খাশোগি ছিলেন সৌদি শাসক রাজপুত্র মোহম্মদ বিন সালমানের কড়া সমালোচক। নিজের বিয়ের দিন ঠিক হওয়ার পর নথিপত্র সংগ্রহের জন্য গত বছরের ২ অক্টোবর খাশোগি তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে যান। কিন্তু তারপর আর তাকে দেখা যায়নি।
পরে জানা যায়, সৌদি এজেন্টরা তাকে খুনের পর লাশ টুকরো টুকরো করে গুম করে ফেলে। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএসহ বিভিন্ন দেশ অভিযোগ তোলে, যুবরাজ সালমানের নির্দেশেই খাশোগিকে নির্মমভাবে খুন করা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ এ খুনের সঙ্গে যুবরাজের সম্পৃক্ততার কথা বরাবরই অস্বীকার করে আসছে। তবে আন্তর্জাতিক চাপের ফলে এ খুনের তদন্ত শুরু করতে বাধ্য হয় সৌদি সরকার। কিন্তু গ্রেপ্তার থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়া চলেছে গোপনীয়তার সঙ্গে। এ পর্যন্ত ধৃতদের পরিচয় জানানো হয়নি।
এদিকে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও যুবরাজ সালমান ঘনিষ্ঠদের মামলা থেকে অবৈধভাবে খালাস দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে দুজন হলেন খাশোগি হত্যার দুই প্রধান পরিকল্পনাকারী।
সৌদির সরকারি কৌঁসুলি বলেন, খাশোগি হত্যায় যে ১১ জনের বিচার শুরু হয়েছিল তাদের মধ্যে আটজনকে বিভিন্ন দণ্ড দেওয়া হলেও হত্যায় অভিযুক্ত যুবরাজ সালমানের তৎকালীন উপদেষ্টা সৌদ আল কাহতানি ও গোয়েন্দা উপপ্রধান আহমেদ আল আসিরির বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাদের খালাস দেওয়া হয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের।