বাংলাদেশকে এবার একপ্রকার হুমকিই দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। আসন্ন টেস্ট সিরিজ খেলতে হবে পাকিস্তানেই এমন হুঁশিয়ারি জানিয়েছেন তিনি।
কেবল বাংলাদেশ সিরিজই নয়, নির্ধারিত সূচি অনুযায়ী আগামীতে সব সিরিজই পাকিস্তানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। এদিকে পাকিস্তানে টেস্ট খেলতে বাংলাদেশের অনীহা দেখানোয় হতাশ পাকিস্তানের কোচ ও টেস্ট অধিনায়ক।
পাকিম্তান সফর নিয়ে বিসিবি আছে দোটানায়। কোনো এক অদৃশ্য চাপে পাকিস্তানকে না বলতে পারেনি দেশের ক্রিকেট বোর্ড। আবার গণমাধ্যমের চাপে সরাসরি হ্যাঁও বলতে পারছে না। নানা ভনিতা করেই এবার বিসিবির প্রস্তাব, পাকিস্তানে টি-টোয়েন্টি খেললেও, নিরপেক্ষ ভেন্যুতে হোক টেস্ট সিরিজ। তবে বিসিবির এমন প্রস্তাবে বিক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট দলের কোচ মিসবাহ উল হক বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের টেস্টটা এখানে হওয়া। ওরা যদি শেষ পর্যন্ত না আসে সেটি হবে খুবই হতাশাজনক। আমরা এমনিতেই টেস্ট কম খেলছি, এভাবে চলতে থাকলে আমাদের ক্রিকেটাররা হতাশ হয়ে পড়বে। আর সেটি আমাদের প্রতি এক ধরনের অবিচার তো বটেই।
পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক আজহার আলী বলেন, যখন পাকিস্তানে আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে, বিভিন্ন দল খেলতেও আসছে তখন ওদের খেলতে না চাওয়ার অজুহাতটা ঠিক পরিষ্কার নয় আমার কাছে। যদি এশিয়ার দেশগুলোই একে অন্যকে সহযোগিতা না করে সেটি আসলে ভালো কিছু বয়ে আনবে না মনে হয়।
তবে পাকিস্তানি অধিনায়কের চেয়েও বড় হুমকিটা দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। সরাসরি নাকচ করেছেন বাংলাদেশের নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাবনা। জানিয়ে দিয়েছেন, বাংলাদেশকে টেস্ট খেলতে হবে পাকিস্তানের মাটিতেই।