Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন কার্লোস আনচেল্লতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:১২ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview


এবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন কার্লোস আনচেল্লতি। পরে সাংবাদিকদের জানান এভারটনকে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ দলে পরিণত করাই তার প্রধান লক্ষ্য।

নাপোলি থেকে বহিষ্কার হবার পর বেশিদিন বেকার বসে থাকতে হয়নি এই ইতালিয়ানকে। এভারটনের সম্প্রতি পারফরমেন্স খারাপ হওয়ায় তড়িঘড়ি করে কার্লোস আনচেল্লতিকে দায়িত্ব দেয় এভারটন কর্তৃপক্ষ। তার সাথে এভারটনের চুক্তি সাড়ে চার বছরের অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত এভারটনের ডাকআউটের দায়িত্ব সামলাবেন কার্লোস। কোচ হিসেবে ফুটবল বিশ্বে হাইপ্রোফাইলদের মধ্যে একজন কার্লোস।

দুইবার এফএ কাপ সহ চেলসিকে দুই বার আর রিয়াল মাদ্রিদকে একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছেন ৬০ বছর বয়সী এই ইতালিয়ান কোচ। এবার ইংলিশ ক্লাবটিকে নিতে চান সাফল্যের চুড়ায়। সর্বশেষ ২০০৫ সালে ইংলিশ লিগের টেবিলে মজবুত অবস্থায় ছিল এভারটনের।

Bootstrap Image Preview