বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলার সুযোগ পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত সাদমান ইসলাম। রঙ্গিন পোশাকে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান এই তরুণ। পাশাপাশি অনুশীলনে থাকা যাবে বলে নিজেকে আরও ফিট রাখা যাবে বলেও মনে করেন, টেস্ট দলের পরিচিত মুখ সাদমান। এবারের আসরে খুব একটা সুবিধা করতে না পারলেও, শীঘ্রই ঘুরে দাঁড়াবে রংপুরের রেঞ্জাররা, মনে করেন সাদমান।
সাদমানের এই আক্ষেপটা বেশিদিন থাকেনি। স্বপ্নটা পূরণ হয়েছে সহসাই। হতাশার কথামালা শোনানোর দিন কয়েক পরই ডাক পেয়েছেন সাধের বিপিএলে। চট্টগ্রাম পর্বে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলেছেনও। এবার সেটি ধরে রাখার প্রত্যয়।
রংপুরের চট্টগ্রাম পর্ব শেষ হয়ে যাওয়ায় ঢাকায় ফিরেছেন সবাই। তবে মাঠে একাই নেমেছেন সাদমান। চেষ্টা করলেন বল উড়িয়ে মাঠছাড়া করতে। নিজেকেই নিজেই ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে।
সাদমানের বিপিএল অভিষেকের দিনে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে রংপুর রেঞ্জার্স। তার আগে হেরেছে টানা চার ম্যাচ। নিজের পাশাপাশি দল নিয়েও ভাবনা আছে সাদমানের। বিশ্বাস করেন, ঠিকই ঘুরে দাঁড়াবে উত্তরের সেনারা।
টি-টোয়েন্টি ধামাকায় মাতলেও, টেস্ট ক্রিকেটের প্রস্তুতি থামাবেন না বলেও জানিয়েছেন, ৬টেস্ট খেলা সাদমান ইসলাম।