Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জিমের ছবি ফেসবুকে দেওয়া মানসিক রোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আপনার অনেক বন্ধু আছে যারা নিয়মিত জিমে যায়। জিম থেকে ফিরে বা জিমে থাকতেই তাদের শরীরচর্চার ছবি ফেসবুকে বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। আপনি নিজেও কিন্তু একই কাজ প্রায়ই করে থাকেন। লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয় একটি গবেষণা পরিচালনা করেছে মানুষের এমন সোশ্যাল অ্যাকটিভিটির ওপর।

তাঁরা খুজতে চেয়েছেন কেন মানুষ এমন করে। একটি কারণ হিসেবে তারা মনে করছেন মানুষ তার শারীরিক সৌন্দর্য সামাজিক সাইটে প্রকাশের ক্ষেত্রে অস্থির হয়ে থাকে। গবেষকদের মতে, শরীরের এই পরিবর্তনের পেছনে কতোটা সময় ব্যয় হয়েছে এটাই তারা জিমে তোলা ছবির মাধ্যমে বন্ধুদের জানাতে চান। আর গবেষণায় এ-ও দেখা গেছে এ ধরনের স্ট্যাটাসে অন্যান্য পোস্টের চেয়ে বেশি লাইক পান তারা। ফিটনেস রুটিন সম্পর্কিত ফেসবুক পোস্ট আপডেটে বন্ধুদের মনোযোগ আকর্ষণ করা সহজ বলছেন গবেষকেরা।

ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. মার্শাল মনে করেন, যারা এমন পোস্ট প্রায়ই করে থাকেন তাদের মূল লক্ষ্যই থাকে আত্মপ্রচার। লাইক-কমেন্ট বেশি-বেশি পাওয়া তখন পরিণত হয় এক ধরণের নেশায়। ড. মার্শাল দৃঢ়তার সঙ্গেই বলছেন এটি একটি মারাত্মক মানসিক রোগ।

Bootstrap Image Preview