চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। চোট কাটিয়ে ফিরলেন ওপেনার শিখর ধাওয়ানও। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তারা ফিরলেও এ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার রোহিত শর্মা ও পেসার মোহাম্মদ শামিকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দলে রয়েছেন তারা। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য গতকাল সোমবার ভারতীয় দল ঘোষণা করেন জাতীয় দলের নির্বাচকরা।
জানা গেছে, হাঁটুতে চোট থাকার কারণে এতদিন দলের বাইরে ছিলেন শিখর ধাওয়ান। অন্যদিকে পিঠে চোটের জন্য ক্রিকেট থেকে দুরে ছিলেন বুমরাহ। ফিট হওয়ার পর ভাইজ্যাগে ভারতীয় দলের সঙ্গে নেটে অনুশীলন করেন ভারতীয় এই পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মনীশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্ত (উইকেটকিপার), কেদার যাদব, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। পরের দুইটি ম্যাচ হবে ৭ ও ১০ জানুয়ারি। এছাড়া ১৪ জানুয়ারি মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। পরের দুই ম্যাচ হবে ১৭ ও ১৯ জানুয়ারি।