Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তাল ভারত ক্রিকেট খেলার জন্য সুরক্ষিত নয়: পিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানে ক্রিকেট খেলার উপযুক্ত পরিবেশ রয়েছে। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করে তা প্রমাণ করেছেন তারা। এমনই দাবি করেছেন পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মানি। একই সঙ্গে ভারতকেও একহাত নিতে ছাড়েননি তিনি। কথা বলেছেন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও।

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে যায়। ১০ বছর পর সেই লংকার বিপক্ষেই দেশের মাটিতে সীমিত ওভার এবং টেস্ট ম্যাচ খেলল পাক দল। এ সিরিজ চলাকালে কোনো নাশকতামূলক ঘটনা ঘটেনি।

পাকিস্তানে খেলতে যাওয়ার আগে সে দেশে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে একাধিকবার ভাবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।বিভিন্ন মহল থেকে সেখানে দল পাঠানোর জন্য তাদের নিষেধও করা হয়। তা সত্ত্বেও পাক ডেরায় ক্রিকেট খেলতে যায় লংকান দল। সবকটি ম্যাচ শান্তিপূর্ণভাবে আয়োজন করে বিশ্বকে সমুচিত জবাব দিয়েছে পাকিস্তান বলে দাবি করেছেন এহসান মানি। তার মতে, প্রমাণ হয়েছে এখানে ক্রিকেটের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে।

২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশকে পাকিস্তানে খেলতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। সেখানে গোলাপি বলে টেস্ট খেলার জন্যও টাইগারদের আমন্ত্রণ জানিয়েছেন তারা। এ ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো জবাব না দিলেও সেই সিরিজ আয়োজন নিয়ে আশাবাদী এহসান মানি।

পাকিস্তানে ক্রিকেট খেলার পরিবেশ থাকলেও ভারতে সেই অবস্থা নেই বলে মনে করেন তিনি। তার ভাষ্যমতে, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শুরু হওয়া বিক্ষোভ এবং অশান্তির জেরে উত্তাল ভারতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।

 

Bootstrap Image Preview