Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উইজডেনকে ধন্যবাদ জানালেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview


ক্রিকেটবিশ্বে এখন বিভিন্ন ক্যাটাগরিতে একাদশ তৈরির ধুম পড়েছে। সেই ধারাবাহিকতায় ইংল্যান্ডের বিখ্যাত ম্যাগাজিন উইজডেনও তৈরি করেছে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশ। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের সাকিব আল হাসানকে। তাই এমন অর্জনে উইজডেনকে ধন্যবাদ জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

উইজডেনকে উদ্দেশ্য করে সাকিব নিজের ফেসবুক পেজে লেখেন, ‘বিগত দশ বছরের ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য উইজডেনকে জানাই ধন্যবাদ। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্রিকেট মাঠে আমার পরিশ্রম ও প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ার জন্য। আশা করছি আরও বেশি উদ্দীপন ও পরিশ্রমের সাথে এই ধারা বজায় রাখতে সক্ষম হব।’

জানা গেছে, উইজডেনের সব ক্রিকেট লেখক ও প্রতিনিধিদের রায়ে এবং গত ১০ বছরের পারফরম্যান্সের বিচারে তৈরি করা হয় এই একাদশ। এতে সাকিব ছাড়াও বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদের মতো সেরা ক্রিকেটারদের নাম আছে। 

উল্লেখ্য, গত ১০ বছরে ১৩১ ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৮.৮৭ গড়ে করেছেন ৪ হাজার ২৭৬ রান। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১২৪ রান। তবে শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও উজ্জ্বল সাকিব। হাত ঘুরিয়ে গত এক দশকে ৩০.১৫ গড়ে সাকিব নিয়েছেন ১৭৭ উইকেট। বেস্ট বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট। তবে কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন সাকিব।

Bootstrap Image Preview