Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যায় দুই এবং পাঁচের লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪৫ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪৫ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলে সবমিলিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের ফেভারিটদের কাতারে আছে রাজশাহী। এবার নিজেদের পঞ্চম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নামছে তারা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। 

বিপিএলে দলীয় পারফরম্যান্সের দিক থেকে বেশ এগিয়ে আছে রাজশাহী রয়্যালস। ৪ ম্যাচে ৩টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান তাদের। খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ম্যাচেও ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে রাসেলদের দল। 

এখন পর্যন্ত পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে দাশুন শানাকার কুমিল্লা। ঢাকা প্লাটুনের বিপক্ষে গত ম্যাচেও ৫ উইকেটে হারে দলটি। তাই অনেকটা কোণঠাসা অবস্থায় থেকে রাজশাহীর মুখোমুখি হচ্ছে তারা।

তার ওপর এই ম্যাচ খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিবেন কুমিল্লার নিয়মিত অধিনায়ক শানাকা। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরতে হবে তাঁকে। শানাকার পরিবর্তে অধিনায়কত্ব কে করবেন সেটি এখনও নিশ্চিত করেনি কুমিল্লা টিম ম্যানেজমেন্ট।  

বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহীর হয়ে অধিনায়ক আন্দ্রে রাসেল ছাড়া বাকি বিদেশি তারকাদের মধ্যে আছেন পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান এবং শোয়েব মালিক, ইংল্যান্ডের রবি বোপারা ও আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই। রাজশাহীর প্রতিপক্ষ কুমিল্লার বিদেশি তারকাদের মধ্যে আছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসে, দাশুন শানাকা, ইংল্যান্ডের ডেভিড মালান এবং আফগানিস্তানের মুজিবুর রহমান।  

রাজশাহী রয়্যালসঃ লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মিনহাজুল আবেদিন আফ্রিদি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, নাহিদুল ইসলাম ও ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, শোয়েব মালিক। 

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), সুমন খান, ফারদিন হোসেন অনি, মুজিব-উর-রহমান, ডেভিড মালান।

Bootstrap Image Preview