Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সিলেট অধিনায়ক মোসাদ্দেকের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে মাঠে নামছে সিলেট থান্ডার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এরই মধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। 

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা এবং সিলেট দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে। প্রথম দেখায় সিলেট থান্ডারকে ২৪ রানে হারায় মাশরাফির দল। এই ম্যাচের আগেও সেই জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে ঢাকাকে।প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প নেই। ৭ দলের মধ্যে ঢাকার অবস্থান এখন চার নম্বরে। ৬ নম্বরে রয়েছে মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন সিলেট থান্ডার।

বরাবরের মতো এই ম্যাচেও থিসারা পেরেরা-তামিম ইকবালের কাছে বেশি চাওয়া থাকবে ঢাকার। লঙ্কান অলরাউন্ডার থিসারা ৪ ম্যাচে ১১২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট। এ ছাড়া তামিম ৪ ম্যাচে করেছেন ১৪৪ রান।

ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রাকিবুল হাসান, জাকের আলী অনিক, মোহাম্মদ শহীদ, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিস, শহীদ আফ্রিদি ও শাদাব খান।

সিলেট থান্ডারঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, এবাদত হোসেন, শেরফান রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভীন উল হক, জীবন মেন্ডিস, শেলডন কটরেল ও মোহাম্মদ সামি।

Bootstrap Image Preview