Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বরখাস্ত হলেন বোয়িংয়ের প্রধান নির্বাহী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


সাময়িকভাবেব ম্যাক্স ৭৩৭ মডেলের বিমান উৎপাদন বন্ধ করার পর এবার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেনিস মুইলেনবার্গকে বরখাস্ত করেছে মার্কিন বিমান উৎপাদনকারী সংস্থা বোয়িং। ব্রিটিশ গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, বোয়িংয়ের চেয়ারম্যান ডেভিড কালহুন বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব সামলাবেন। তিনি ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটিতে রয়েছেন। বোয়িং নামটিও তার দেওয়া।  

বোয়িং থেক ‘ডেনিস মুইলেনবার্গকে বরখাস্ত করায় খুশি হয়েছেন বোয়িং বিমানে দুর্ঘটনা নিহতদের স্বজনরা। এ ঘটনায় অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

গত মার্চে ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান বিধ্বস্তের ঘটনায় পল নর্গ নামে এক ব্যক্তির স্ত্রী নিহত হন। তিনি বলেন, ‘ডেনিস মুইলেনবার্গকে বরখাস্ত করাটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। এটা এখন পরিষ্কার যে বোয়িং কোম্পানির প্রশাসন পুনর্গঠনের দরকার।’

ডেভিড কালহুনও প্রধান নির্বাহী পদে সঠিক ব্যক্তি নন বলেও মন্তব্য করেন তিনি।

একই দুর্ঘটনায় পিতা হারানো জিপ্পোরাহ কুরিয়া বলেন, ‘মুইলেনবার্গকে আরও আগে অপসারণ করা উচতি ছিল। সিইও হয়ে উঠছেন এমন ব্যক্তিদেরও অপসারণ করা উচিত বলে আমি মনে করি।’

Bootstrap Image Preview