Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজও তান্ডব চালালেন চার্লস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


খানিক বিরতি দিয়ে ফিরে গিয়েছিলেন টপঅর্ডারের দুই ব্যাটসম্যান। তবে থেকে গিয়েছিলেন জনসন চার্লস। ঢাকা প্লাটুন বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন তিনি। পথিমধ্যে আসরে দ্বিতীয় ফিফটি তুলে নেন এ ক্যারিবিয়ান। এরপরও তার ঝড় চলছিল। তাতে দ্রুতগতিতে এগোচ্ছিল সিলেট থান্ডার।

তবে হঠাৎ থেমে গেলেন চার্লস। তার তাণ্ডব থামালেন শাদাব খান। চার্লস ফিরেছেন ৪৫ বলে ৮ ছক্কার বিপরীতে ৩ চারে ৭৩ রানের টর্নেডো ইনিংস খেলে। ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন। তাকে সঙ্গ দিচ্ছেন মোসাদ্দেক হোসেন। 

বঙ্গবন্ধু বিপিএলের ১৯তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট থান্ডার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে আগে বোলিং শুরু করে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। শুরুতেই গেল ম্যাচের সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্লেচারকে তুলে নিয়ে দলকে সাফল্য এনে দেন মেহেদী হাসান।

পরে জনসন চার্লসকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন আবদুল মজিদ। ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন তারা। এসময়ে রক্ষণাত্মক ছিলেন মজিদ। তবে খোলস ছেড়ে বের হতে গিয়ে ধরা খান তিনি। শহীদ আফ্রিদির বলে বিদান নেন এ ওপেনার।

এ নিয়ে এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি সিলেট-ঢাকা। প্রথম দেখায় 'চায়ের দেশকে'২৪ রানে হারায় রাজধানীর দলটি। ফলে ম্যাচটি সিলেটের জন্য প্রতিশোধের। অধিকন্তু প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে তাদের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ।

Bootstrap Image Preview