Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কারো কাছে নিজেকে প্রমাণ করার জন্য খেলি না : জাদেজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


গত এক বছরে আস্তে আস্তে নিজেকে ভারতীয় ওয়ানডে দলের অপরিহার্য ক্রিকেটার হিসেবে তুলে ধরেছেন রবীন্দ্র জাদেজা। এতটাই যে অধিনায়ক বিরাট কোহালি পর্যন্ত কটকে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে বলে দিয়েছেন, ‘‘আমি আউট হওয়ার পরেও জাডেজা উইকেটে ছিল। ওর আত্মবিশ্বাস দেখে আমার টেনশন কমে যায়।’’ শেষ পর্যন্ত ৩১ বলে অপরাজিত ৩৯ রান করে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মাঠ ছাড়েন জাদেজা।

ম্যাচের পরে এ প্রসঙ্গে সাংবাদিকদের জাদেজা বলেন, ‘‘আমার নিজের কাছে প্রমাণ করার ছিল যে 
ওয়ানডে ক্রিকেটটা এখনও খেলতে পারি। বিশ্বের আর কারো কাছে কিছু প্রমাণ করার জন্য আমি খেলি না।’’ 

এর আগে ইংল্যান্ডে বিশ্বকাপ চলার সময় প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার বলেছিলেন, জাদেজা একজন সাধারণ মানের ক্রিকেটার। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৯ বলে ৭৭ রান করে ভারতকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন তিনি। এমন পারফর্মেন্সের পর বছরের শুরুতেও ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন না এই অলরাউন্ডার। কিন্তু কটকে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে রিস্ট স্পিনার হিসেবে জায়গা পেয়ে যান তিনি। 

রবীন্দ্র জাদেজা বলেন, ‘‘এই বছরে আমি বেশি ওয়ানডে খেলার সুযোগ পাইনি। তাই যখনই সুযোগ পেয়েছি, ব্যাট, বল বা ফিল্ডিংয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’’ 

জাডেজার ফর্মে খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সৌরভ টুইটে লিখেছেন, 'আরও একটা জয় ভারতের। অভিনন্দন। চাপের মুখে দারুণ ব্যাটিং...জাডেজা ব্যাট হাতে খুব উন্নতি করেছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' 

Bootstrap Image Preview