বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি সপ্তম আসরে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন আফগানিস্তানের তারকা অফস্পিনার মুজিব-উর রহমান। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলে গেছেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশসহ বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে আফগান এ ১৮ বছর বয়সী ক্রিকেটারের।
চলতি বিপিএলে কুমিল্লার হয়ে পাঁচ ম্যাচে ৭ উইকেট শিকার করা আফগান অফস্পিনার মুজিব বলেন, তামিম ইকবাল আমার বল খেলতে পারেন না। অন্য বোলাররা আমার বল খেলার চেষ্টা করলেও তামিম আমার প্রতিটি বল ঠেকান। তিনি আমার বল মারেনই না। তামিম যখন আমার বলে ডট দেন, তখন আমি খুব খুশি হই।
এক প্রশ্নের জবাবে আফগানিস্তানের হয়ে ৫৭ ম্যাচ খেলে ৭৪ উইকেট শিকার করা মুজিব বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেক ভালো। এখানকার উইকেটও অনেক ভালোমানের। আমার বিশ্বাস– এই উইকেটে ভালো বোলিং করলে সাফল্য আসবেই।
ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টির ৯৫ ম্যাচে ৯৯ উইকেট শিকার করা মুজিব-উর রহমান আরও বলেন, আমি প্রতিদিন মনোযোগ দিয়ে অনুশীলন করে যাচ্ছি। ব্যাটসম্যানরা যদি আমার বল খেলার জন্য আলাদা প্রস্তুতি নিয়ে থাকে, আমিও তাদের জন্য প্রস্তুত।
প্রসঙ্গত বিপিএলের চলতি আসরে কুমিল্লা ওয়ারিয়র্সের আফগান স্পিনার মুজিব-উর রহমানের বিপক্ষে ১৩ বল খেলে মাত্র ৮ রান নিতে পেরেছেন তামিম ইকবাল। আর এই ৮ রানই নিয়েছেন সিঙ্গেল থেকে।