Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশে এখন বিভাজনমূলক শাসনের রাজত্ব চলছে: মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৯ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধন আইনের সমালোচনা করে বলেছেন, দেশে এখন বিভাজনমূলক শাসনের রাজত্ব চলছে।

তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে বড়দিন উপলক্ষে আয়োজিত ক্রিসমাস মিট ২০১৯ নামের এক বিশেষ অনুষ্ঠানে একথা বলেন। খবর ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির।

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেন, মানুষ দেশকে ধ্বংসের উদ্দেশ্য নিয়ে চলা ক্ষমতার কাছে মাথা নত করবে না। মানুষকে বিভাজন ও শাসন দিয়ে তৈরি এক আইনের মুখোমুখি হতে হচ্ছে।

তিনি বলেন, এর ফলে মানুষের মৌলিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার বজায় থাকবে কিনা আমি নিশ্চিত নই। তবে আমরা ঐক্যবদ্ধভাবে আইনটি নিয়ে চিন্তাভাবনা করবো এবং কথা বলবো।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ভারত বিশাল ও ধর্মনিরপেক্ষ দেশ। আমরা দেশকে বিভক্ত হতে দিতে পারি না। আমরা এমন শক্তির কাছে মাথা নত করতে পারি না, যা আমাদের দেশকে ধ্বংস করবে।

তিনি বলেন, ভারতের সংবিধানে স্বাধীনতা, ন্যায়বিচার, সাম্য ও ভ্রাতৃত্বকে সমর্থন করার কথা বলা হয়েছে। আমি যিশুর কাছে প্রার্থনা করছি যাতে তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শক্তি দেন।

Bootstrap Image Preview