চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় ঢাকা প্লাটুন ও সিলেট থান্ডার।প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করার সিন্ধান্ত নেয় সিলেটের ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত।
ব্যাটিংয়ের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপের মুখে পড়ে সিলেট। এরপর জনসন চার্লসের ৪৫ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংসয়ে ঘুরে দাঁড়ায় সিলেট।
সেই সময় চার্লসের সাথে তাল মিলিয়ে রান করতে থাকেন মিথুন আলী। এই দুই ব্যাটসম্যানের রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে সিলেট।
১৭৫ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেন ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।এরপর দলীয় ৫৮ রানের মাথায় বিজয় ৩২ রানে আউট হলে উইকেটে আসেন গতকালকের হিরো মেহেদী হাসান।
উইকেটে নেমে ঠিক যেন গতকাল কুমিল্লার বিপক্ষে ব্যাটিংটা পুনরাবৃত্তি করলেন। ২৮ বলে ৫৬ রানের দুর্দান্ত পারফম্যান্স করলেন। মেহেদীর সাথে ৪৯ বলে ৬০ রানেরও বড় ইনিংস খেলেন তামিম। তাদের জুটিতে ৮ উইকেটের বিরাট জয় পায় মাশরাফির ঢাকা প্লাটুন।