Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজেকে মূল্যহীন উইকেট ভাবছেন না মেহেদী 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview


গতকাল ২৯ বল খেলে সাত ছক্কা ও দুই চার হাঁকিয়ে ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ঢাকা প্লাটুনের অফ-স্পিনার নামে খ্যাত মেহেদী হাসান।  

ঠিক সেই ইনিংসের যেন পুনারাবৃত্তি করলেন সিলেট থান্ডারের বিপক্ষে। ৩ ছক্কা ও পাঁচ চারে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। তাঁর এই ঝড়ো ব্যাটিংয়ে ভর করে খুব সহজেই ৮ উইকেটের জয় তুলে নেয়।

গতকাল দুর্দান্ত পারফম্যান্সের  তাঁর কাছে  জানতে চাওয়া হয় টপ অর্ডারে ব্যাটিং করার কারণ। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  আমার উইকেট ছিল ভ্যালুলেস (মূল্যহীন)।আমার উইকেট ধরে না এ জন্য মুজিবকে হ্যান্ডেল করার জন্য আমাকে পাঠিয়েছে। আমি অফ স্পিনার পেয়ে গেছি, সুযোগ নিয়েছি আর আমি সফল হয়ে গিয়েছি।

ঠিক ২৪ ঘণ্টা পর একই মঞ্চে তিনি আবাড় আসলেন। এবার তাঁর কাছে জানতে চাওয়া হয় নিজেকে আজ মূল্যহীন উইকেট মনে হচ্ছে কি? আজকে মনে হয়েছে আমি দায়িত্ব নিতে পারব বলেন মেহেদী'। 
 

Bootstrap Image Preview