ফ্লাইওভারের নিচে আটকা বিশাল এক বিমান। সকালে ভারতের দুর্গাপুরবাসী এই দৃশ্য দেখে তো অবাক। পরে জানা যায়, এটি যশোর রোডের সেই বিমান।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিন দিন আগে এয়ার ইন্ডিয়ার একটি বিমান যশোর রোড দিয়ে ঠিক করতে পাঠানো হয়। যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় শুক্রবার ট্রাকে চড়িয়ে দমদম থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। তবে বিপত্তি আর পিছু ছাড়েনি। সোমবার গভীর রাতে দুর্গাপুর ফ্লাইওভারের কাছে আসতেই পড়ে যায় আটকা।
এটি মূলত এয়ার ইন্ডিয়ার ডাক বিভাগের। অনেকদিন আগে বাতিল করা হয়। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য পাঠান হচ্ছিল জয়পুরে। আকৃতির জন্য সড়কে পদে পদে পেতে হচ্ছে বাধা।
বিমানের কারণে এদিন সকালে দুর্গাপুর জাতীয় সড়কে তুমুল যানজটের সৃষ্টি হয়। বিমানটিকে ফ্লাইওভার থেকে বের করার চেষ্টা করছে প্রশাসন।