Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্মাণ সামগ্রী সড়কে ফেলে রাখলে ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৩০ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনিসিসি) মেয়র আতিকুল ইসলাম ঢাকা শহরের কোনো সড়ক বা ফুটপাতে নির্মাণ সামগ্রী না রাখার জন্য আহ্বান জানিয়েছেন। সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে গুলশান নিকেতনের ২ নম্বর গেট-সংলগ্ন ৮ নম্বর সড়কে বায়ু দুষণ বিষয়ে এক কর্মসূচি উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

রাজধানীর উত্তর সিটিতে এ অভিযান শুরু করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ হাসান।

আতিকুল ইসলাম নগরবাসি ও ঠিকাদারদেরকে সতর্ক করে দিয়ে বলেন, বায়ুদূষণকারীদের সচেতন করতে আজ থেকে অভিযান শুরু হয়েছে। যে কনস্ট্রাকশন কোম্পানি কমপ্লায়েন্স মেইনটেইন না করে সিটি কর্পোরেশনে কাজ করবে, হয় তার ব্যবসা বন্ধ করতে হবে, না হয় জরিমানা দিতে হবে।

মেয়র বলেন, আপনারা বাসাবাড়ি করবেন কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে সড়কে নির্মাণ সামগ্রী রাখা চলবে না। আমরা এ বিষয়ে সবাইকে সচেতন করতেই অভিযানে

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান বলেন, দিনব্যাপী এ অভিযান পরিচালিত হবে। সড়কে যত্রতত্র নির্মাণ সামগ্রী ইট-বালু, পাথর রেখে যারা পরিবেশ দূষণ করছে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করছে ডিএনসিসি।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের অজুহাতে কোনো কোনো সড়ক-ফুটপাত দীর্ঘদিন ধরে যত্রতত্র খনন করে ফেলে রাখার কারণে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

Bootstrap Image Preview