Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘অভাবে পড়ে’ তিন সন্তানের জনকের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৩০ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিরাজগঞ্জের শাহজাদপুরে আরিফ প্রামাণিক (৩২) নামের তিন সন্তানের জনক আত্মহত্যা করেছেন। অভাব-অনটনের কারণে মানসিক চাপে তিনি আত্মহত্যা করতে পারেন বলে দাবি করেছেন তার স্ত্রী।

মঙ্গলবার দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি।

আরিফ মৃত রজব আলী প্রামাণিকের ছেলে। পেশায় কৃষক আরিফ গরু ব্যবসাও করতেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের স্ত্রী সুলতানা খাতুন জানান, এদিন সকালের খাওয়া শেষ করে নিজ ঘরে দরজা লাগিয়ে ঘুমাতে যান তার স্বামী। দুপুরে পরিবারের লোকজন তাকে খাওয়ার জন্য ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখে আরিফ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছেন।

তিনি আরও বলেন, ‘বেশ কিছু দিন হলো আর্থিক অভাব-অনটনে দিশেহারা হয়ে টেনশনে ভুগছিলেন আরিফ। হয়তো এরই জেরে তিনি এ আত্মহত্যা করতে পারেন।’

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview