বল হাতে বিপিএলে নিজের প্রথম আসরে হৈচৈ ফেলে দিয়েছিলেন। পরের দুই আসর ব্যাট হাতেও প্রমাণ দেন সম্ভাবনার। অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরা আফিফ হোসেন ধ্রুব ফিল্ডিংয়েও দুর্দান্ত। তিন বিভাগেই সম্ভাবনার ছাপ রেখে চলা এ তরুণের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ওয়াইস শাহ।
একসময় বিপিএল খেলা ওয়াইস শাহ এবার রাজশাহী রয়্যালসের কোচ হয়ে এসেছেন। তার দলেই খেলছেন আফিফ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং দেখে এ তরুণকে ‘সহজাত প্রতিভা’ বললেন ইংলিশ কোচ।
সোমবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমে দারুণ খেলছিলেন আফিফ। দুর্ভাগ্যক্রমে এ বাঁহাতিকে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় রানআউটে। তার আগে বল হাতে ২ ওভারে ১১ রান দিয়ে নেন রাইলি রুশোর উইকেট। নেন দুটি ক্যাচ। আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি দড়ির উপর থেকে শামসুর রহমান শুভর যে ক্যাচটি নেন সেটি ছিল দুর্দান্ত।
সবদিক বিবেচনায় নিয়েই আফিফের মাঝে ভবিষ্যৎ তারকা হওয়ার সম্ভাবনা দেখছেন ওয়াইস শাহ। জানিয়েছেন এজন্য দরকার হবে পরিচর্যা।
‘আফিফ বেশ প্রতিভাবান ক্রিকেটার, দুর্দান্ত ফিল্ডারও। সে ব্যাট, বল, ফিল্ডিং সবই দারুণ করে। সব ঠিকঠাক থাকলে সে ধারাবাহিকভাবে বড় স্কোর পাবে।’
‘লিটনের সাথে তার শুরুটাও বেশ ভালো হয়েছে, লিটনকে ভালো সাপোর্টও দিচ্ছিল। হ্যাঁ, সে বেশ ভালো ক্রিকেটার, তার মতো ন্যাচারাল প্রতিভাবান বাংলাদেশ ক্রিকেট পরিচর্যা করতে পারলে বেশ ভালো সেবা পাবে। আমি মনে করি তার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।’
বাংলাদেশের টি-টুয়েন্টি দলেও জায়গা পাকা করে ফেলেছেন আফিফ। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের পর খেলেছেন ভারত সফরে। দেশের হয়ে একটি টি-টুয়েন্টি খেলে ছিটকে পড়লেও গত বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে তিনশর বেশি রান করে ফেরেন জাতীয় দলে।
বিপিএলের চলতি আসরে চার ম্যাচের দুটিতে বল করেছেন আফিফ। নিয়েছেন একটি করে উইকেট। তিন ইনিংসে রান- ৩০, ১৯, ২২।