‘বেন স্টোকস’ময় ফাইনালের কারণে বিশ্বকাপে তেমন একটা আলোচনায় আসেননি ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার লিয়াম প্লাংকেট। অথচ ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনসহ সাজঘরে ফিরিয়েছিলেন ৩ ব্যাটসম্যানকে। পুরো আসরেই মাঝের ওভারগুলোতে করেছেন নিয়ন্ত্রিত বোলিং। যা বাড়তি ভরসা দিয়েছে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানকে।
তেমন একটা আলোচনায় না থাকলেও, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে প্লাংকেটের অবদান ছিলো অনস্বীকার্য। পুরো আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ৭.৮৫ ইকোনমি রেটে শিকার করেছিলেন ১১টি উইকেট। বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে এখনও মাঠে নামা হয়নি প্লাংকেটের।
তবে খেলেছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। আবুধাবিতে টি-টেন লিগে ছিলেন বাংলা টাইগার্সের অন্যতম সেরা বোলার। এবার তিনি এসেছে বাংলাদেশে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
এখনও পর্যন্ত খেলেছেন ১টি মাত্র ম্যাচ। ব্যাট হাতে অপরাজিত ১৭ রান করলেও, বল হাতে ছিলেন নিজের তুলনায় নিষ্প্রভ। চার ওভারের স্পেলে মাত্র ১ উইকেট নিতে খরচ করেছেন ৪৬টি রান। তবে তার দল চট্টগ্রাম ঠিকই রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
নিজেদের ঘরের মাঠে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম পর্ব শেষ করে রোববারই ঢাকায় ফিরে গেছে প্লাংকেটের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঝে একদিন বিশ্রামের পর আজই তারা নেমে পড়েছে অনুশীলনে। তারই এক ফাঁকে প্লাংকেট জানিয়েছেন বিপিএলে নিজের এখনও পর্যন্ত অভিজ্ঞতার কথা।
চট্টগ্রাম পর্বের ব্যাপারে তিনি বলেন, ‘চট্টগ্রাম ভালোই কেটেছে। আমি এসেছি শেষ দিকে, খেলেছি শেষ ম্যাচে। ম্যাচের আগে ৬ ঘন্টার মধ্যে অনুশীলন করে মাঠে নেমেছি। ওখানে তিনটা ম্যাচই জিতেছে দল, ছেলেরা উচ্ছ্বসিত। আমাদের পরের ম্যাচ ২৭ তারিখ, সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’