Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এটিএমে টাকা চুরি করতে এসে বিপাকে চোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫ AM

bdmorning Image Preview


এটিএমে তিনি এসেছিলেন টাকা চুরি করতে। কিন্তু চুরি করার সময়ই এটিএমের দরজা বন্ধ হয়ে যায়। তা দেখে ঘাবড়ে যান ওই চোর। ঘাবড়ে গিয়ে চুরি করা বন্ধ করে এটিএমের ভিতর তিনি যা করলেন সেই ভিডিও এখন ভাইরাল। এরপরই ওই চোরের কাণ্ড দেখে মজায় মেতেছে সোশ্যাল মিডিয়া।

ঘটনাটি সম্প্রতি ঘটেছে চীনের শ্যাঙডং শহরে। সিসিটিভি ফুটেজের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এটিএমের ভিতর ঢুকে দরজা বন্ধ করলেন সেই চোর। এটিএমে চুরির চেষ্টা করতেই বেজে ওঠে অ্যালার্ম। তা শুনে দরজা খোলার চেষ্টা করেন তিনি। কিন্তু কিছুতেই খুলতে পারছিলেন না দরজা। আর তাতেই ঘাবড়ে যান তিনি। এরপর এটিএমে থাকা ধাতুর ট্রে দিয়ে দরজায় ধাক্কা মারছেন তিনি। তারপর এটিএমেও মারলেন কয়েকবার।

জানা গেছে, শেষ পর্যন্ত দরজা খুলে গেলে চুরি বন্ধ করেই পালিয়ে যান অজ্ঞাতপরিচয় ওই চোর। তবে শেষ রক্ষা হয়নি। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে আটক করে পুলিশ। দেখুন সেই ভিডিও-

Bootstrap Image Preview