Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজের নতুন পরিচয় জানালেন মেহেদী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:১২ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:১২ PM

bdmorning Image Preview


 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বোলার হিসেবেই দলগুলোতে ডাক পান মেহেদী হাসানতিনিও নিজেকে বোলার মনে করেনতাঁর গত কয়েক বছরের পারফরম্যান্স সেটাই বলেকিন্তু হঠাৎই যেন নিজের পুরনো সত্ত্বা ফিরে পেয়েছেন মেহেদী, হয়ে উঠেছেন পুরোদস্তর ব্যাটসম্যানব্যাট হাতে টানা দুই ম্যাচে তাঁকে দেখা গেল কান্ডারির ভূমিকায়এমন ব্যাটিংয়ের পর নিজেকে অলরাউন্ডার ভাবতে শুরু করেছেন তিনিনিজেকে বোলিং অলরাউন্ডার মনে করেন তরুণ এই ক্রিকেটার

বঙ্গবন্ধু বিপিএলে মেহেদীর পুরনো সত্ত্বা ফিরিয়ে আনতে সুযোগ করে দেয় ঢাকা প্লাটুন। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠায় ঢাকা। ব্যাট হাতে উপরে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেন তিনি। সোমবার (২৩ ডিসেম্বর) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। পর দিন সিলেট থান্ডারের বিপক্ষে তিনে নেমে ২৮ বলে ৫৬ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বল হাতেও দুর্দান্ত ভূমিকায় মেহেদী। আঁটসাঁট বোলিং করার পাশাপাশি ৬ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। বোলিংয়ের তুলনায় ব্যাটিংয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করা মেহেদী অবশ্য নিজেকে বোলিং অলরাউন্ডার হিসেবেই ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

মঙ্গলবার সিলেট থান্ডারের বিপক্ষে দলের জয়ে বড় অবদান রেখে ম্যাচসেরা হওয়া মেহেদী সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রথমে তো ব্যাটিংটাই ভালো ছিল। কিন্তু এখন আমার প্রধান অস্ত্র বোলিং, সুতরাং এখন আমি বোলিং অলরাউন্ডার।’

ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে করেছিলেন মেহেদী। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৩.২৪ ব্যাটিং গড়ে ৩৮ ম্যাচে ২ হাজার ১৬২ রান করেছেন তিনি। যেখানে ৫টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক সেঞ্চুরি এবং ৩ হাফ সেঞ্চুরিতে ৯৩১ রান রয়েছে মেহেদীর।

পরবর্তীতে ব্যাটসম্যান থেকে স্পিন বোলারে পরিণত হন তিনি। তবে নিজের ব্যাটিং দক্ষতা ভুলে যাননি মেহেদী। বঙ্গবন্ধু বিপিএলে এর প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি। মেহেদী বলেন, ‘দেখেন আমি যখন প্রথম শ্রেণির ক্রিকেট কিংবা লিস্ট ‘এ’ ক্রিকেট শুরু করি, তখন কিন্তু আমি টপ অর্ডার ব্যাটসম্যানই ছিলাম। খেলতে খেলতে বোলার হয়ে যাওয়ায় আমাকে সব জায়গায় খেলানো হয়।’

‘বিপিএলে আমি যেসব দলে খেলেছি, ব্যাটিং লাইন আপ অনেক ভালো ছিল দেশি-বিদেশি মিলিয়ে, যে কারণে তেমন সুযোগ হয়নি। কাল যেটা বললাম আমাদের দলে ইনজুরির সমস্যা আছে। সে জন্য আমাকে এই জায়গায় পাঠানো হয়েছে এবং আমি সফল হয়েছি। সামনে মনে হয় এখান থেকে আরও ভালো কিছু করতে পারব।’ যোগ করেন তরুণ এই ক্রিকেটার।

 

Bootstrap Image Preview