Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের আসছেন নায়লা নাঈম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:২৩ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:২৩ PM

bdmorning Image Preview


নতুন মিউজিক ভিডিও’র রেশ এখনো কাটেনি। এরই মধ্যে আরও একটি মিউজিক ভিডিও প্রকাশ করলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। গানটির শিরোনাম ‘পাগল করে, আদর করে’। গতকাল মঙ্গলবার সেলিব্রেটি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়।

‘পাগল করে, আদর করে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার সৌভিক কবি। কথা লিখেছেন যৌথভাবে অধ্যায়ন ধারা ও জাহিদ আকবর। সুর-সংগীত করেছেন অধ্যায়ন ধারা। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন রব্বানী শেখ।

নায়লা নাঈম জানান, শ্রীমঙ্গলের নভেম ইকো রিসোর্ট ও কালিঘাট চা বাগানে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।

এর আগে, চলতি মাসের ‘আসমানেতে উঠে চাঁদ’ শিরোনামে নায়লা নাঈমের আরও একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়। রেশাদ মাহমুদের কথা, সুর-সংগীতে গানটিতে কন্ঠ দিয়েছেন রোজিনা করিম খান।আনিস রহমানের পরিচালনায় এর কোরিওগ্রা

Bootstrap Image Preview