বছরের শেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতীয় কাপ্তান ভিরাট কোহলি। ৮৮৭ রেটিং পয়েন্টে তার অবস্থান প্রথম। এরপর আছেন আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তার রেটিং পয়েন্ট ৮৭৩।
ওডিআই ব্যাটিং রেটিংয়ে তিন নম্বরে আছেন পাকিস্তানের বাবর আজম। তার চেয়ে ১৪ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে প্রোটিয় অধিনায়ক ফাফ ডু প্লাসি। পরের স্থান দুটি দখলে রেখেছেন দুই কিউই ব্যাটার রস টেইলর ও কেন উইলিয়ামসন। এরপর আছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার, জো রুট, শেই হোপ ও কুইন্টন ডি কক। ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়েও শীর্ষ স্থান ভারতের দখলে। ৭৮৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে বুমরাহ। দুই নম্বরে আছেন বোল্ট। তিন নম্বর আবস্থানে আছেন আফগান মুজিব-উর-রহমান। শীর্ষ পাঁচের শেষ দুই জন কাগিসো রাবাদা ও অজি পেসার প্যাট কামিন্স।