মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে আরও একটি নতুন তেলের খনির সন্ধান পাওয়া গেছে। দেশটির জাতীয় তেল কোম্পানি (এনওআইসি) চলতি ফার্সি বছরেই নতুন এই তেলক্ষেত্রটির কথা জানাবে।
আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। খবর ‘ইরনার’। গত মাসে ইরানের জাতীয় তেল কোম্পানি নামাভারনে আরও একটি বিশাল তেলের খনি আবিষ্কার করেছিল। মূলত এরপরই নতুন এই তেলক্ষেত্রটির সন্ধান পাওয়া গেল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনওআইসির পরিচালক সালেহ হেন্দি এক সাক্ষাৎকারে বলেছেন, গবেষণা ও প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজেস্তান প্রদেশে বিশাল এই তেলক্ষেত্রটির সন্ধান পাওয়া গেছে। যা নামাভারন তেলক্ষেত্রের প্রায় সমান।
উল্লেখ্য, গতমাসে পাওয়া নামাভারন তেলক্ষেত্রে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুদ রয়েছে বলে দাবি তেহরানের। যা দেশটির দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র।
ইরানের সর্ববৃহৎ তেলক্ষেত্রটি দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত। সেখানে প্রায় ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল অধিক তেল মজুদ রয়েছে।