Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২২ বছরের পুরনো একটি রেকর্ড ভাঙলেন রোহিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:০৯ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:০৯ PM

bdmorning Image Preview


ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন রোহিত শর্মা। ভারতের এই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৮৬ গড়ে ২৫৮ রান সংগ্রহ করেন। শেষ ওয়ানডেতেও ৬৩ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন রোহিত । 

এরই মধ্য দিয়ে ২২ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দেন এই ডানহাতি ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে ওপেনার হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন রোহিত। 

১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজার ৩৮৭ রান করেন শ্রীলঙ্কার সাবেক ওপেনার সনাৎ জয়সুরিয়া। এবার তাঁকে টপকে রেকর্ডটি নিজের করে নিলেন ৩২ বছর বয়সী রোহিত। চলতি বছর রোহিতের আন্তর্জাতিক রান ২ হাজার ৪৪২। 

শুধু তাই নয়, এ বছর ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিকও রোহিত। ২৮ ম্যাচে ৫৭.৩০ গড়ে এক হাজার ৪৯০ রান সংগ্রহ করেছেন এই ওপেনার। যেখানে ৭টি সেঞ্চুরিসহ ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। 

তালিকার দুই নম্বরে আছেন রোহিতেরই সতীর্থ এবং ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮১ বলে ৮৫ রানের ইনিংস খেলা কোহলি চলতি বছর ২৬ ম্যাচে ৫৯.৮৬ গড়ে এক হাজার ৩৭৭ রান করেন। তাঁর রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি। 

Bootstrap Image Preview