গেল দশকে সবচেয়ে বেশি উইকেটশিকারি। তবু প্রচারের আড়ালে রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ড-সংস্থা দশকের সেরা ওয়ানডে-টেস্ট একাদশ তৈরি করেছে। তবে কোথাও ঠাঁয় পাননি তিনি।
কিন্তু ঠিকই মনে রেখেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এ নিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে একটি ভাবগাম্ভীর্যপূর্ণ পোস্ট করেছেন তিনি।
এ দশকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন অশ্বিন। সব মিলিয়ে ৫৬৪ উইকেট নিয়েছেন তিনি। তবু ভারতীয় এ স্পিনার কেন লাইমলাইটের আড়ালে সেটাই ভেবে পাচ্ছেন না সৌরভ। বিষয়টা মন থেকে মেনে নিতে পারেননি দাদা।
টুইটারে অশ্বিনের ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, দশকে সবচেয়ে বেশি উইকেটের মালিক। তার চেষ্টাকে কুর্নিশ। তবু তাকে কেউ মনে রাখল না!
এ দশকে ভারতের হয়ে ৭০টি টেস্ট খেলে ৩৬২ উইকেট নেন অশ্বিন। ১১১টি ওয়ানডে খেলে শিকার করেন ১৫০ উইকেট। আর টি-টোয়েন্টিতে ঝুলিতে ভরেন ৫২ উইকেট।
এ দশকে উইকেটশিকারীদের মধ্যে শীর্ষে অশ্বিন। ৩ ফরম্যাট মিলিয়ে ৫৬৪টি উইকেট নেন তিনি। সেখানে আলোচিত একাদশগুলোতে স্থান পাওয়া ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন শিকার করেন ৫৩৫ উইকেট। আরেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড পকেটে পুরেন ৫২৫ উইকেট।
নিউজিল্যান্ডের টিম সাউদি পেয়েছেন ৪৭২ উইকেট। আর তার সতীর্থ ট্রেন্ট বোল্ট নিয়েছেন ৪৫৮ উইকেট।