Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এলিট ক্লাবে নাম ওঠার অপেক্ষায় অ্যান্ডারসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে সফরকারী ইংল্যান্ড। কাফ মাসলের ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারো টেস্টে ফিরছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। 

সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামলেই নতুন একটি মাইলফলকে পা রাখবেন ৩৭ বছর বয়সী এই ডানহাতি পেসার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম এবং দেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ টেস্ট খেলার গৌরব অর্জন।

এর আগে এই মাইলফলকে পা রাখার নজীর রাখেন শচীন টেন্ডুলকার (২০০), রিকি পন্টিং (১৬৮), স্টিভ ওয়াহ (১৬৮), জ্যাক ক্যালিস (১৬৬), শিভনারায়ন চন্দরপল (১৬৪), রাহুল দ্রাবিড় (১৬৪), অ্যালিস্টার কুক (১৬১) এবং অ্যালান বোর্ডার (১৫৬)। 

গত অ্যাশেজ সিরিজে চোটের কবলে পড়ার পর থেকে মাঠের বাইরে আছেন ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক অ্যান্ডারসন। আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরে বেশ আনন্দিত মাইলফলকের দ্বারপ্রান্তে থাকা এই তারকা। 

তিনি বলেন, 'আমার মনে হচ্ছে যেন আমি অনেক দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলি না। তাই কিছু ওভার বোলিং করার সুযোগ পাওয়া আনন্দের। আমি বেশ খুশি আবারো ফিরতে পেরে।'  

২০০৩ সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। নিজের অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়ে সামর্থ্যের জানান দেন তিনি। এরপর একে একে ১৪৯টি টেস্টে ৫৭৫ উইকেট শিকার করেন অ্যান্ডারসন। টেস্ট ইতিহাসে পেস বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি।  

Bootstrap Image Preview