Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতের প্রেসিডেন্টের কাছে থেকে স্বর্ণপদক প্রত্যাখ্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:০৫ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৪:০৫ PM

bdmorning Image Preview


হিজাব পরে সমাবর্তনে অংশ নিতে বাধা দেয়ায় ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের কাছে থেকে স্বর্ণপদক নিতে অস্বীকার করেছেন তামিলনাড়ু প্রদেশের পুঁদুচেরি বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রী রাবিহা আব্দুর রহিম।

ওই ছাত্রীর জানায়, হিজাব খুলতে রাজি না হওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে প্রেসিডেন্টের কাছ থেকে পদক নিতে যাওয়ার সময় বাধা দেন।

পরে তিনি প্রেসিডেন্টের হাত থেকে স্বর্ণপদক না নিয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অন্য শিক্ষার্থীদের সঙ্গে বসে ছিলেন। তবে হিজাব পরার কারণে তাকে অডিটরিয়ামের বাইরে বসার নির্দেশ দেয়া হয়েছিল।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চলে যাওয়ার পর গণযোগাযোগের ওই ছাত্রী বিভাগের কর্মচারীদের কাছ থেকে শুধুমাত্র সার্টিফিকেট নেন। জনসম্মুখে হেনস্থা করায় বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রত্যাখ্যান করেন তিনি।

রাবিহা ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, সমাবর্তনে রাষ্ট্রপতি অংশ নিয়েছিলেন। আমাকে সন্দেহ করা হচ্ছিল। কারণ তারা ধারণা করেছিল, আমি কিছু একটা করবো।

আমি জানি না, তারা কেন এটা করছে। প্রেসিডেন্ট সেখানে যতক্ষণ ছিলেন, ততক্ষণ আমাকে অডিটরিয়ামে থাকতে দেয়া হয়নি। এর প্রতিবাদে আমি স্বর্ণপদক প্রত্যাখ্যান করেছি।

Bootstrap Image Preview