Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাকরি হারিয়ে ভাইয়ের আত্মহত্যা, শোকে একই পথে বড় ভাইও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৩ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দু’জনই প্রকৌশলী। ছোট ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটার পর তা কোনোভাবেই মেনে নিতে পারেননি বড় ভাই। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। গত সোমবার কাশিমেরুতে আত্মহত্যা করেছেন দুই ভাই। পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করেছে। মৃতদের নাম এ ইরুদ্ধারাজ এবং এ আকাশ। এক সঙ্গেই থাকতেন তারা।

জানা গেছে, সোমবার সকালে আকাশ তার এক বন্ধুকে বার্তা পাঠান, তিনি খুবই হতাশ। বাঁচতে চান না আর। নিজেকে শেষ করে দিতে চলেছেন। বন্ধুর মুখে এমন কথা শুনেই তার বাড়িতে ছুটে যায় বন্ধুটি। গিয়ে দেখা যায়, উপরতলার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন আকাশ। আগেই খবর দেওয়া হয়েছিল আকাশের ভাই ইরুদ্ধারাজকে।

আকাশের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত হয়েছে সেই দেহর। সেই খবর জানাতে বাড়ি গিয়েছিল ইরুদ্ধারাজ। ঘটনার সময় বাড়িতে মা-বাবা ছিলেন না। কয়েক ঘণ্টা পর বাড়িতে এসে মা দেখতে পান ইরুদ্ধারাজ আত্মহত্যা করেছেন।

বাড়ি ফিরে মা জানতে পারেন, ছোট ছেলেও ওইদিনই আত্মহত্যা করেছেন। পুলিশ দু’জনের আত্মহত্যার মামলা করেছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, আকাশ একটি আইটি ফার্মে কাজ করতেন। কয়েকদিন আগেই তার চাকরি চলে যায়। এর পর ড্রাগের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন আকাশ। ভাইয়ের মৃত্যুর শোকে আরেক ভাইও আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ।

Bootstrap Image Preview