গত ১৯ ডিসেম্বর কলকাতায় নিলাম ঘরে প্যাট কামিন্সকে পেতে সেয়ানে সেয়ানে লড়াই চালিয়ে যায় দিল্লি-বেঙ্গালুরু। কিন্তু কিস্তিমাত্ করে রেকর্ড ১৫.৫০ কোটি টাকায় কামিন্সকে কিনেছে কলকাতা। আইপিএলের নিলামে এত টাকায় কোনও বিদেশিকে কেউ কেনেনি আজ পর্যন্ত। সেই কামিন্স এত টাকা নিয়ে কী করবেন?কলকাতা। রেকর্ড অর্থে কিং খানের দল কিনে নেয় কামিন্সকে।
এদিকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে কামিন্সকে প্রশ্ন করা হয় যে এত টাকা কোথায় ব্যয় করবেন তিনি?
কামিন্সের সরল জবাব, " আমি জানি না ! আমার বান্ধবী… প্রথমেই যা বলেছে সেটা হল- আমরা এখন আমাদের পোষ্য কুকুরের জন্য কয়েকটা বেশি খেলনা কিনতে পারব।"