২০১৯ সালে সবচেয়ে বেশি উপার্জনকারী অ্যাথলেট ছিলেন মেসি। তার ১২৭ মিলিয়ন মার্কিন ডলার আয়ের মধ্যে ৯২ মিলিয়ন এসেছে বার্সেলোনার কাছ থেকে। তবে মেসির চেয়ে বেতন কম হলেও নাইকি ও অন্যান্য কোম্পানির সঙ্গে চুক্তির কারণে রোনালদোর আয়ের পরিমাণ বেশি।তবে এই দুই তারকার থেকে উপার্জনে এবার শীর্ষে বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার। তাঁর চেয়ে বেশি কেউ আয় করতে পারেননি।
তালিকার শীর্ষ দশে স্থান পাওয়াদের মধ্যে আছেন দু'জন করে বক্সার, ফুটবলার, বাস্কেটবল এবং গলফ তারকা। সবার সম্মিলিত আয় মোট ৬.১ বিলিয়ন মার্কিন ডলার।
দশক সেরা ১০ শীর্ষ ক্রীড়া তারকা
১. ফ্লয়েড মেওয়েদার- ৯১৫ মিলিয়ন মার্কিন ডলার
২. ক্রিস্টিয়ানো রোনালদো- ৮০০ মিলিয়ন মার্কিন ডলার
৩. লিওনেল মেসি- ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার
৪. লেব্রন জেমস- ৬৮০ মিলিয়ন মার্কিন ডলার
৫. রজার ফেদেরার- ৬৪০ মিলিয়ন মার্কিন ডলার
৬. টাইগার উডস- ৬১৫ মিলিয়ন মার্কিন ডলার
৭. ফিল মাইকেলসন- ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার
৮. ম্যানি পাকুইয়াও- ৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার
৯. কেভিন ডুরান্ট- ৪২৫ মিলিয়ন মার্কিন ডলার
১০. লুইস হ্যামিল্টন- ৪০০ মিলিয়ন মার্কিন ডলার