আগামী বছর বাংলাদেশের সাথে একটি টেস্ট খেলার কথাও ছিল আয়ারল্যান্ডের। কিন্তু টেস্টের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চায় আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ১৪, ১৬ ও ১৯ মে। ওয়ানডের পর নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আয়ারল্যান্ড। তবে এখনও ভেন্যু নিশ্চিত না হওয়ায় সূচিও প্রকাশ করা হয়নি।