জাতীয় দলে জায়গা হারিয়েছেন অনেক আগেই। বাজে আচরণের জন্য এবার ঘরোয়া প্রতিযোগিতায়ও দল থেকে বাদ পড়লেন ভারতীয় পেসার অশোক দিন্দা। বোলিং কোচকে গালিগালাজ করায় কড়া শাস্তির মুখে পড়তে হলো তাকে।
ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে বাংলার পরবর্তী ম্যাচ অন্ধ্রপ্রদেশের বিপক্ষে। ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে অনুশীলনের সময় হঠাৎ মেজাজ হারিয়ে বোলিং কোচকে গালিগালাজ করেন দিন্দা। পরে ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল থেকে তাকে বাদ দেয়া হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইডেন গার্ডেন্সে অনুশীলনের এক ফাঁকে বাংলার সাজঘরে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ও ভিডিও বিশ্লেষকের সাথে আলোচনা করছিলেন বোলিং কোচ রণদেব বসু। তাদের একান্তে কথা বলতে দেখে হঠাৎ ক্ষেপে যান দিন্দা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই পেসার মনে করেছিলেন তার অগোচরে তাকেই নিয়েই কোনো আলোচনা করা হচ্ছে এবং বাকি দুজনকে নিয়ে কোচ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
ঘটনার পর রণদেবের কাছে ক্ষমা চাইতে ওই দিন বিকেল পর্যন্ত সময় দেয়া হয় দিন্দাকে। কিন্তু ক্ষমা চাইতে অস্বীকৃতি জানানোর খেসারতস্বরূপ দল থেকেই বাদ পড়লেন তিনি। তবে দিন্দাকে নিষিদ্ধ করা হয়নি বলে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বাংলার যুগ্মসচিব দেবব্রত দাস।