বঙ্গবন্ধু বিপিএলের মাঝপথে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। রংপুর রেঞ্জার্স তাকে দলে ভিড়িয়েছে। তিনি যে বিপিএলে আসছে আগেই জানা গিয়েছিলো। তবে কবে আসছেন সেই অপেক্ষা ছিলো দর্শকদের। এবার সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। বিপিএল মাতাতে আসছেন ওয়াটসন।
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার (আজ) বাংলাদেশে আসবেন তিনি। রংপুর তাদের পরবর্তী ম্যাচ খেলবে শুক্রবার। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়াটসন এই ম্যাচেই খেলবেন।
এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে রংপুর। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান তলানিতে।